কক্সবাজারে একদিনে সর্বাধিক ১২১ জনের করোনা পজেটিভ

কক্সবাজার জার্নাল ডটকম ◑

কক্সবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবারও (৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সর্বাধিক ৪৭৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১২১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে, যাদের মধ্যে ৩ জন ফলোআপ রোগী আছেন। প্রতিদিনের মতো এ দিনও কক্সবাজার সদরে সর্বাধিক ৩৫ জন (একজন ফলোআপসহ) করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবারের টেষ্টে কক্সবাজার জেলার ৮০ জন, বান্দরবান জেলার ১০ জন, চট্টগ্রাম জেলার ১২ জন ও রোহিঙ্গা রয়েছেন ১৯ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় একজন ফলোআপ এবং রোহিঙ্গা শিবিরের দুইজন ফলোআপ রয়েছেন।

ডা. শাহজাহান নাজিরের দেয়া তথ্য মতে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৩৪ জন, রামুতে একজন, উখিয়ায় ৬ জন, টেকনাফে দুইজন, চকরিয়ায় ২২ জন, মহেশখালীতে ৩ জন ও পেকুয়ায় ১০ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১২ জন, বান্দরবান জেলায় ১০ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১৭ জন আছেন। এছাড়াও কক্সবাজার সদরে একজন ফলোআপ ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুইজন ফলোআপ আছেন।

এদিন ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৭ জন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও খবর