চট্টগ্রামে ১৯,৫০০ ইয়াবাসহ কক্সবাজারের দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৯,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি দল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল গতকাল রবিবার (৭ জুন) রাত ১১.১০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সংযোগ সড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তলাশি শুরু করে।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।

মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার থানার দরগা পাড়ার ( জসিমের বাড়ী) মো. আলতাজ (৩২) হোসেন ও একই থানার দরগা পাড়ার ( টিন বাড়ী) বাদশা মিয়া (২২)।

ব্যাপক জিজ্ঞাসাবাদের পর লুকানো অবস্থায় তাদের কাছ থেকে ১৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অসামীদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর