কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে সংবাদপত্রসেবী মো.শাকের উল্লাহর মৃত্যু

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑ 
মরণঘাতী করোনার উপসর্গ নিয়ে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলামের

খালু ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ শাকের উল্লাহ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

তিনি করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে মোহাম্মদ শাকের উল্লাহ’র অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ তাকে চট্টগ্রামে রেফার করেন।

রোববার (৭জুন) দিবাগত রাতে চট্টগ্রাম নেয়ার পথে রাত ১ টার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি সাংবাদিক এইচ এম নজরুল ইসলাম তাঁর নিজস্ব ফেইসবুক আইডিতে তাঁর খালুকে নিয়ে এক আবেগময়ী স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:-
মৃত্যুর মিছিলে হয়তো যুক্ত হল আমার একমাত্র খালু।

বিকাল ৫ টায় এক মিনিট ফোন করে বলেছিল
“বাপ তুই আমার জন্য কিছু কর, আমি সব চেষ্টায় করেছি, সব চেষ্টা করেছে অক্সিজেন সহ হাসপাতালে থাকা নানা কিছু দিয়ে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন ভাই আরএমও Shaheen Abdur Rahman ভাই মেডিকেল অফিসার Marufur Rahman ভাই Nowshed Riyad ভাই ডাঃ জি এম নাদিম ভাই আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি।

উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে না পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চির বিদায় জানাতে হল। সকলে দোয়া করবেন তিনি স্থানীয় পত্রিকা দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিল।

আমার খালুর বড় কোন সন্তান নেই তার কর্মজীবনে কেউ যদি আমার খালু থেকে কোন টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ওনার যে কোন লেনদেন পরিশোধ করতে আমি আছি।

ওনার দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ছিল একই সাথে ডায়াবেটিস ছিল। সকলে দোয়া করবেন চলার পথে কোন ভুল করে থাকলে ক্ষমা করবেন।

প্রিয় কক্সবাজারবাসী সদর হাসপাতালে অক্সিজেন ও ভেন্টিলেটর সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে থাকুন।

আরও খবর