সালাহউদ্দিন কাদের লাভলু :
#ছাত্র ছাত্রী
যে ছাত্র-ছাত্রী ভাই বোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে রাস্তায় নেমে আন্দোলন করতো কেন বন্ধ হলো???
এই বলে প্রতিবাদ করতো আজ তারা নিরব
দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে।
#শ্রমজীবী
যে শ্রমিক একদিনের বেতন না পেলে আন্দোলন করতো, কেন আমার বেতন হচ্ছে না এই বলে রাস্তায় নামতো আজ তারা নিরব।
দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে।
#মিল ফ্যাক্টরি
মিল ফ্যাক্টরি এক দিন বন্ধ থাকলে, কেন বন্ধ হলো এই বলে আন্দোল করে রাস্তায় নেমে পরতো আজ তার নিরব
দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে।
#ব্যবসা প্রতিষ্টান
ব্যবসা প্রতিষ্টান একদিন বন্ধ থাকলে রাস্তায় নামতো, কেন আমরা ব্যবসা করতে পারবোনা? এই বলে আন্দোলন করতো আজ তারা নিরব।
দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে।
লক্ষ্য করলে দেখবেন শত শত মানুষ প্রতিটা স্থান থেকে অনেক কিছু বিসর্জন দিয়ে নিরব হয়ে আছে।
দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে।
আপনাদের চোখের সামনে করোনা যুদ্ধের অংশীদার হিসাবে কাজ করে যাচ্ছে।
– সংবাদ কর্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ, বিজিবি, সেনা বাহিনী, ডাক্তার, ব্যাংকার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সকল পেশার দায়িত্বে থাকা সকল পেশার লোকদের স্যালুট জানাচ্ছি পুলিশ পরিবারের পক্ষে থেকে।
আমরা আর কিছু দিন নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করলে সফল হবো ইনশাআল্লাহ।
করোনা নামের ভয়াবহ শত্রুকে প্রতিহত করতো পারবো ইনশাআল্লাহ।
সর্বশেষ একটাই কথা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-