সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যু: উখিয়া প্রেস ক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ◑

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে নেয়ার পর পরই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি আবদুল মোনায়েম খানের সাথে থাকা তার সহধর্মিণীর ভাই জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সহ-সভাপতি আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর ও ক্রীড়া সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, কার্য নির্বাহী সদস্য সাইফুর রহিম শাহীন, রফিক উদ্দিন বাবুল ও দীপন বিশ্বাসসহ সকল সদস্যবৃন্দ।

আরও খবর