আনছার হোসেন ◑
টানা দুইদিন বন্ধ থাকার করোনাভাইরাস টেষ্ট আবারও শুরু হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। শনিবার (৬ জুন) একদিনে সর্বাধিক ৩৪৮ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট শেষে সর্বাধিক ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরেই এসেছে সর্বাধিক ৪২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার টেষ্ট হওয়াদের মধ্যে যে ১০৮ জনের পজিটিভ এসেছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ১৯ জন, চকরিয়া উপজেলায় একজন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও রামু উপজেলায় ২২ জন রয়েছেন। এছাড়াও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে একজন, বান্দরবান সদরে ৫ জন ও রুমা উপজেলায় ৩ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দুইজন রয়েছেন।
এ দিন ২৪০ জন রোগীর টেষ্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-