সংবাদ বিজ্ঞপ্তি ◑
কক্সবাজারের উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার, উখিয়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: রঞ্জ্ন বড়ুয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল -মামুন।
জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬, ৯নং ওয়ার্ড গুলোতে রেড এলার্ট জারি করা হবে।
এছাড়া পালংখালী ইউনিয়নের বালুখালীর ১নং, ৪ ও ৭নং ওয়ার্ড ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারকে রেড এলার্ট করা হবে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, সন্ধ্যায় গণ বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ১৪ দিন লক ডাউন থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-