কক্সবাজারের ব্যবসায়ী ছানা উল্লাহ করোনায় মারা গেলেন ঢাকায়

আনছার হোসেন ◑

কক্সবাজার শহরের আবাসিক হোটেল সী-কক্সের মালিক, শহরের বাজারঘাটা এলাকার সাগর বিল্ডার্সের সত্ত্বাধিকারী, সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকার অধিবাসী ছানা উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে মারা গেছেন।

আজ শনিবার (৬ জুন) রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকায় বসবাস করতেন।

নিহত ব্যবসায়ী ছানা উল্লাহর ভাতিজা মাওলানা এমদাদ উল্লাহ সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র মতে, ছানা উল্লাহ অসুস্থ হয়ে পড়লে গত ৩১ মে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর তার করোনাভাইরাস ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ শনিবার মধ্যরাত ১২টা ১০ মিনিটে মারা যান।

প্রসঙ্গত, ছানা উল্লাহ একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ কর্মী ও অনেক মাদ্রাসা-মসজিদের প্রতিষ্ঠাতা।

আরও খবর