রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক ◑
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়।

উখিয়া উপজেলার রুমখাঁ পালং ইসলামি যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা কামাল উদ্দিন সোহাগ ও দপ্তর সম্পাদক ইমরান আল মাহমুদের যৌথ উদ্যোগে শুক্রবার জুমার নামাজের আগে ও পরে এলাকার রাস্তার পাশে গাছের চারা রোপণ করা হয়।

সকাল ১১টায় প্রথম চারা রোপণ উদ্বোধন করেন রুমখাঁপালং জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ মুরব্বি সোলতান আহমদ সওদাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ডাক্তার মকবুল আহমদ,কোর্টবাজার ডিজিটাল ল্যাবের পরিচালক রাশেদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মনজুর আলম,সোলতান আহমদ, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোর্শেদুল হক ভুট্টো, যুবনেতা সোলতান, আলি হোসাইন সুমন,রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,কামাল উদ্দিন,রবি উল্লাহ,শাহিন উদ্দিন, গোলাম কুদ্দুস, কাইছার,মোঃইমরান,মিজান,দরবেশ আলি,মিজানুর রহমান,আনোয়ার ইসলাম,করিম উল্লাহ,আবছার সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও খবর