শাহেদ মিজান :
করোনা আক্রান্ত কক্সবাজারের স্বনামধন্য পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিম (৪৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)।
আজ শুক্রবার (৫জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উখিয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বন্ধু সাংবাদিক মহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মহসিন শেখ জানান, আবু সায়েম ডালিম ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন। ওষুধ সেবন করা পরও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে। জ্বর না কমায় ৩০ মে করোনার পরীক্ষা নমুনা দেন। ২ জুন তার করোনা পজেটিভ রিপোর্টে আসে।
মহসিন শেখ আরো জানান, রিপোর্ট আসার পর ডালিমের স্বাস্থ্যের অবস্থা আরো অবনতি হয়। শুরু হয় শ্বাসকষ্ট ও গলা ব্যাথা। তাই তাঁকে উখিয়ায় অবস্থিত করোনা ডেডিকেটেড আইসোলেশন ভর্তি করা হয়। সেখানে তিন চিকিৎসার চলার পরও অবস্থার আরো অবনতি হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-