উখিয়া অনলাইন প্রেস ক্লাব থেকে সাংবাদিক আবু ও ফেরদৌসের পদত্যাগ!

সংবাদ বিজ্ঞপ্তি ◑

নবগঠিত উখিয়া অনলাইন প্রেসক্লাব নামক কমিটি থেকে একে একে পদত্যাগ অব্যাহত রয়েছে।
এবার পদত্যাগ করেছেন উখিয়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়া নিউজ ডটকম’র সম্পাদক ও নবগঠিত কার্যকরী কমিটির সহ-সভাপতি ওবায়দুল হক আবু চৌধুরী ও ডেইলি কক্সনিউজ ডটকমের সম্পাদক ও নবগঠিত কমিটির প্রযুক্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস।

৫ জুন শুক্রবার দুপুরে তারা এ পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন।

তারা বলেন, আমরা উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিঠি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। উক্ত কমিটির কোথাও আমাদের নাম বা পদবী ব্যবহার করলে তারা নিজেরাই দায়ী থাকবেন।

গতকাল ৪ জুন উখিয়া অনলাইন প্রেসক্লাবের এই কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গতকাল নবগঠিত কমিটি ঘোষণার পরপরই যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন উখিয়ার প্রথিতযশা সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট এনজিও কর্মকর্তা, প্রভাষক শহিদুল ইসলাম।

আরও খবর