সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদরের ঝিলংজার দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের মৃত মো. সিরাজের ছেলে জাহাঙ্গীর আলম সোহেল ও একই এলাকার মো. ইসলামের ছেলে আরফাত হোসেন।
৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসঅাই) মো. অারিফের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভাস্থ গোদারপাড়া থেকে তাদের দুইজনকে ইয়াবাসহ আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. আফির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুইজনকে গোদারপাড়া থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক জাহাঙ্গীর আলম সোহেল একজন এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ঝিলংজা ইউনিয়নে তার একটি ৭/৮ জনের সিন্ডিকেট রয়েছে। সে সিন্ডিকেটের মূলহোতা।
এই মরণ নেশা ইয়াবা ব্যবসা করার জন্য তারা দীর্ঘদিন ধরে গোদারপাড়া বাসা ভাড়া নিয়ে থাকতো। তারা এলাকা যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. মাসুম খান জানান, সোহেল ও অারফাত দুইজনই আটক রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অাইনে মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-