উখিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ার থিমছড়িতে বজ্রপাতে নুরুল হক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের থিমছড়ি গ্রামের মুফিজুর রহমান প্রকাশ মধু মিয়ার ছেলে।

ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, কৃষক নুরুল হক পার্শ্ববর্তী ব্রিকফিল্ড থেকে কাজ শেষে বাড়িতে আসার পথে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর