পুরো কক্সবাজার পৌরসভা রেডজোন, লকডাউন শনিবার থেকে কার্যকর

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

আগামী শনিবার ৬জুন থেকে পুরো কক্সবাজার পৌরসভায় কঠোরভাবে লকডাউন (Lockdown) কার্যকর করা হবে।

বৃহস্পতিবার ৪ জুন সকালে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার ১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড ব্যতীত বাকী ২ নম্বর ওয়ার্ড থেকে ১১ নম্বর ওয়ার্ড পর্যন্ত মোট ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করা হলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করে লকডাউন এর সুবিধার্থে একইদিন রাত্রের সভায় পুরো কক্সবাজার পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ বিষয়ে শুক্রবার ৫জুন গণ বিজ্ঞপ্তি জারী করবেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব -উপসচিব) ও করোনা সংক্রান্ত ওয়ার্কিং কমিটির আহবায়ক মোঃ আশরাফুল আফসার এর নেতৃত্বে বৃহস্পতিবার ৪জুন রাত্রে অনুষ্ঠিত এক zoom সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত আসছে–

আরও খবর