আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
নিদানীয়া থেকে এসেছিলেন স্বজনের জানাজা পড়তে, কিন্তু জানাযা পড়া হলো না জালাল উদ্দিনের। তালত ভাই (মরহুম ইছহাক আহমদ) জানাযা পড়ার আগেই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন। এমনই ঘটনা ঘটেছে উখিয়ার জালিয়াপালং পাইন্যাশিয়া গ্রামে। যোহরের নামাজরত অবস্থায় তিনি স্টোক করে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।
নিহত জালাল উদ্দিন (৩৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিদানীয়া গ্রামের মৃত মৌলভী নুরুল আলমের ছেলে ও মকছুদ উল্লাহ মেম্বারের ছোট ভাই।
জানা যায়, গতকাল রাত ১১টার জালাল উদ্দিনের তালত ভাই মরহুম অলি আহমদের জৈষ্ঠপুত্র আলহাজ্ব ইসহাক আহমদ (৫৭) চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে জানাযা পড়তে ছুটে এসেছিলেন পাইন্যাশিয়া গ্রামে। কিন্তু জানাযার নামাজের আগে যোহরের ফরজ নামাজ আদায় করছিলেন তিনি। কিন্তু হঠাৎ নামাজরত অবস্থায় তিনি স্টোক করলে নামাজের মুসল্লীরা জানতে পারলে তাকে দ্রুত কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী জানান, ছোটভাই জালাল নিদানীয়া থেকে পাইন্যাশিয়া এসেছিল তালত ভাই মরহুম ইসহাক সাহেবের জানাজা পড়তে কিন্তুু এর পূর্বেই ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়তে হলো। তিনি একজন অত্যান্ত ভালো মানুষ ছিলেন, তার এই মৃত্যুতে আমার গভীর ভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে বেহেসত নসীব করে, আমীন।
মরহুম জালাল উদ্দীন স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন।
আজ সন্ধ্যা ৭টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে জালাল উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে বড় ভাই ইউপি সদস্য মকসুদ উল্লাহ নিশ্চিত করেন।
এদিকে তার এই মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-