চকরিয়ায় ৫৭ হাজার ৭শ’ টাকা জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়ায় সামাজিক দূরত্ব না রেখে মাস্ক ব্যবহার না করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযানে জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌর এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবা‌হিনী ও পুলিশসহ নিয়মিত যৌথ টহ‌ল চলাকালীন ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করে পৃথক ১৯টি মামলায় ৫৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

এব্যাপারে ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি পালন না করায় ফুটপাত উচ্ছেদ করা হয়েছ। এর পাশাপাশি মুখে মাস্ক না থাকায় বাহিরে ঘুরাফেরা এবং স্বাস্থ্য বিধি না মেনে বিপণি বিতান খোলা রাখার অপরাধ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পৃথক ১৯টি মামলায় ৫৭ হাজার ৭শ’ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক।

আরও খবর