সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
প্রাণঘাতি করোনা ভাইরাসের ছোবলে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত ও লাশের মিছিল চোখে পড়ার মতো।
এই মহামারির দূর্যোগ মুহুর্তে কোন কারণ ছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করে অর্থাৎ মাস্ক না পরে কক্সবাজার সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করায় ১১ জন বিভিন্ন অর্থে জরিমানা করা হয়েছে।
৩ জুন (বুধবার) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই অর্থদন্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন,
মাস্ক না পরা, সৈকতে ঘোরাঘুরি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় কক্সবাজার শহরের ১১ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-