এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ১৭ ঘন্টা পর মাতামুহুরী নদী থেকে আরমান হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলার দমকল বাহিনীর সদস্যরা মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্ট এলাকায় তল্লাসী চালিয়ে ওই শিশুটির মরদেহটি উদ্ধার করেন। নিহত আরমান হোসেন উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থাণীয় লোকজন জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশু আরমান মাতামুহুরী নদীর বাঘগুজারা বাজার পয়েন্ট এলাকায় একটি মাছ ধরার ডিঙ্গী নৌকা নিয়ে খেলা করার সময় হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পরপরই এলাকার লোকজন শিশুটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
অবশেষে পেকুয়া উপজেলার দমকল বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকে মাতামুহুরী নদীতে ব্যাপক তল্লাসী চালিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর এদিন বিকাল ৪টার দিকে নিখোঁজস্থল থেকে প্রায় এক কিলোমিটার অদুর থেকে শিশু আরমান হোসেনের মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-