কক্সবাজার সদর উপজেলা পরিষদ মাঠে আকস্মিক টমটম চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদর উপজেলার পরিষদের মাঠেই আকস্কিক এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিক ইউএনওর নির্দেশে লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাংবাদিক এম আর মাহবুব বলেন, আজ ৩ জুন (বধবার) বেলা ১১ টার দিকে একটি টমটমে করে কিছু লোহা নিয়ে ভেতরে ঢুকে। সেই টমটম চালক উপজেলা শিক্ষা অফিসের গেইটের সামনে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বুক চাপড়াতে থাকে মুহুর্তেই লোকজন এগিয়ে আসে ততক্ষনে সেই টমটম চালকের মৃত্যু হয়। লোকটির আনুমানিক বয়স ৫০ এর কাছাকাছি হবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মারুফ সহ অনেকেই এগিয়ে এসেছিল। পরে ইউএনওর নির্দেশে সদর হাসপাতাল থেকে মেডিকেলে টিম এসে লাশ নিয়ে গেছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।

আরও খবর