শাহেদ মিজান ◑
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন কক্সবাজার শহরের ম্যালেরিয়া সড়ক এলাকার বাসিন্দা ও বড়বাজারের ব্যবসায়ী মোঃ ইসমাঈল (৫৫)। আজ বুধবার ভোর তিনটার দিকে তিনি মারা যান।
পরিবারের বরাত দিয়ে তার এক প্রতিবেশি জানান, মোঃ ইসমাঈল এক সপ্তাহ ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে ওষুধ সেবন করছিলেন। তবে এই সময়ে মোঃ ইসমাঈলের জ্বর উঠানামা করেছিলো। এক পর্যায়ে মঙ্গলবার রাতে অবস্থার বেশ অবনতি হয়। তখন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়েগ কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।
জানা গেছে, মোঃ ইসমাঈল বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তার তিন ছেলে-মেয়ের মধ্যে দুইজন ডাক্তারি পড়ছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-