নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদের পিতা শাহ আলম বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৩ জুন (বুধবার) সকাল ৯টায় রামু উপজেলার ঈদগড় করোলিয়া মোরা এলাকায় তার নিজ বাস বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫জন ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজিম নিহাদের পিতার মৃত্যুতে সাংবাদিক মহলের নেতৃবৃন্দসহ তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-