সাংবাদিক আনছার হোসেনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক ◑  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক, কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক ও প্রকাশক আনছার হোসেনের করোনা পজিটিভ হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি আনছার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে তার জ্বর, কাশি, গলাব্যাথা দেখা দিলে ৩১ মে স্যাম্পল জমা দেন। আজ ফলাফল পজিটিভ হয়েছে।

দ্রুত সুস্থ হতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আনছার হোসেন কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধানের দায়িত্বে আছেন।

আরও খবর