জাহেদ হাসান :
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া শাখার একটি টিম অভিযান পরিচালনা করে ২ হাজার ৪শত পিস ইয়াবাসহ পালংখালীর খোরশেদ আলমকে হাতেনাতে আটক করে।
২ জুন(মঙ্গলবার)সকাল ৮ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের খ-সার্কেল (পটিয়া) শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে ২ হাজার ৪শত পিস ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
আসামী নাম- মোঃ খোরশেদ আলম, পিতা- নবীউল হক, মাতা- সাজেদা বেগম, সাং- পালংখালী ষ্টোশন, পোঃ বালুখালী-৪৭৫০,উখিয়া,- কক্সবাজার।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এবং আটক খোরশেদ আলম ইতোপূর্বে আরও অনেকবার ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-