বলরাম দাশ অনুপম ◑
কক্সবাজার সদরের ইসলামপুরে বজ্রপাতে এক লবণ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয় আরো ২ শ্রমিক।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইসলামপুর খাঁনঘোনা আল সৌদিয়া লবণ মিলের সামনে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আবুল কালাম (৪০)।
সে সদরের পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে। আহত শ্রমিকেরা হলেন-ইসলামপুর উত্তর খাঁনঘোনা কাচারী পাড়ার মোবারক হোসেন (৩১) ও ঈদগাঁও কালিরছড়ার লুতু (৩৯)।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-