জাহেদ হাসান :
করোনায় আক্রান্ত হয়ে ৪দিন পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জের লিংক বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ সোফিউর রহমান মৃত্যু বরণ করেছেন।(ইন্নালিল্লাহি..রাজিউন)।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিট কর্মকর্তা মোঃ সোফিউর রহমানের মৃত্যুর খবরটি জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। তিনি জানান, সোফিউর রহমান ৪ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।
বন কর্মকর্তা মোহাম্মদ সোফিউর রহমানের মৃত্যুতে
বন অধিদপ্তর তথা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারী পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-