ইমাম খাইর, কক্সবাজার ◑
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারি এবি ছিদ্দিক খোকন ও সোহেল রানার করোনা ‘পজিটিভ’ হয়েছে।
সোমবার (১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তাদের করোনা শনাক্ত করা হয়েছে।
তবে, তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ।
সোমবার দিবাগত রাত ৮ টার দিকে এবি ছিদ্দিক খোকন তার ফেসবুকে লিখেছেন- ‘আমার করোনা পজিটিভ। তবে আমি শারীরিক ভাবে সুস্থ আছি। সকলের দোয়া কামনা করছি।’
উল্লেখ্য, পৌর মেয়র মুজিবুর রহমান সস্ত্রীক করোনা শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গত শনিবার রাতে তিনি ঢাকা চলে যান। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মেয়রের স্ত্রীসহ পরিবারের ৫ জনের করোনা শনাক্ত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-