বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১জুন) দুপুরে পরিষদ মিলনায়তনে করোনা প্রভাবের কারনে সীমিত পরিসরে এই বাজেট অনুষ্ঠান অনুষ্টিত হয়।
পরিষদের সচিব মোঃ ছৈয়দ আলমের পরিচালনায় ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১কোটি ৪০ লাখ ১০হাজার টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ২০ লাখ ৪০ হাজার টাকা।
বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট ও কৃষকদের কথা বিবেচনায় রাখা হয়েছে। এই কারনে গতবছরের তুলনায় এবার ৯টি কৃষি পন্যের মূল্য কমানো হয়েছে। তবে উৎপাদন অনুপাতে বাড়ানো হয়েছে তামাকজাত দ্রব্যের মূল্য।
এবারের বাজেট জনবান্ধব হবে বলে মনে করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য রাশেদা বেগম, লায়লা বেগম, রহিমা বেগম, পুরুষ সদস্য আরেফ উল্লাহ ছুট্টু, ফরিদুল আলম, ফয়েজ আহমদ, ছাবের আহমদ, ছাহ্লাঅং চাক, আবদুর রহমান, মোঃ ইউছুপ, শামসুল আলমসহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-