কিডনি রোগে আক্রান্ত নুর হোসেন আর নেই

এম কলিম উল্লাহ ◑

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল গ্রামের চাউল ব্যবসায়ী চাঁদ মিয়ার ছোট ছেলে নুর হোসেন (২০) কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২ মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না-লিল্লাহি….রাজিউন)।

আজ (সোমবার) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

আগামীকাল সকাল ১০টায় খোন্দাকার পাড়া কবরস্থানের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার অকাল মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছেন কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম, সংবাদদাতা এম কলিম উল্লাহসহ কক্সবাজার জার্নাল পরিবার।

 

আরও খবর