কক্সবাজার জার্নাল ডটকম ◑
গাজীপুর নগরের কাশিমপুরে র্যাব-১ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে (২৫) এক মাদক ব্যবসায়ী মারা গেছেন।
সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন কক্সবাজার জার্নালকে জানান, টেকনাফ থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসছে, এমন খবরে তেতুইবাড়ী এলাকাতে চেকপোস্ট বসায় র্যাব। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ৩-৪ জন পালিয়ে যান।
এতে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকার শীর্ষ মাদক কারবারি নুরুল হক মারা যান। পরে ওই ট্রাকটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার একশ টাকা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-