কক্সবাজারে করোনায় একদিনেই প্রাণ গেল দুই তরুণ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার শহরে করোনায় আক্রান্ত হয়ে এছারুল হক ও মোহাম্মদ করিম নামে দুইজন যুবক মারা গেছেন।

নিহতদের মধ্যে মোহাম্মদ করিম (৩০) সোমবার (১জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনার উপসর্গ নিয়ে দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার স্যাম্পল সংগ্রহ করা হয়। এখনো রিপোর্ট প্রকাশ হয় নি।

মোহাম্মদ করিম মধ্যম নুনিয়ারছড়া এলাকার শামসুল আলম প্রকাশ শামসু মাঝির ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

ভাগ্নে সাজ্জাদুল ইসলাম বিশাল এ খবর মুঠোফোনে জানিয়েছেন।

তিনি জানান, শনিবার তার মামাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে রবিবার সকালে হাসপাতালের আইসিউতে নেয়া হয়। আজ সোমবার সকালে মারা যান।

অন্যদিকে কক্সবাজারের পাহাড়তলীতে এছারুল হক নামে এক করোনা রোগীর মৃত্যুু হয়েছে। এছারুল হক কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইসুলুর ঘোনার বাসিন্দা।

৩১ মে তার করোনা পজিটিভ এসেছে এবং রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের আইসিউতে রাখা হয়।

১ জুন (সোমবার) ভোর ৫টা তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বড় ভাই একরাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তার পরিবারের আরো একজন করোনা আক্রান্ত রোগী একরাম সুস্থ আছেন এবং আরো একজন সদস্য আক্রান্তের পর সুস্থ হয়েছেন।

আরও খবর