কক্সবাজারে আবারও ৬৪ জনের ‘করোনা পজিটিভ’ ভিন্ন জেলায় ২, পুরাতন ৪

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৩১মে ২৫৮জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৭০জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

তারমধ্যে, কক্সবাজার জেলার ৬৪জন, ভিন্ন জেলার ২জন এবং পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ১৮৮জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

নতুন সনাক্তের মধ্যে কক্সবাজার সদরে ৩৫, উখিয়ায় ১২, টেকনাফে ১১, মহেশখালীতে ১,রামুতে ২, চকরিয়ায় ২, পেকুয়া ১জন। কক্সবাজার জেলার বাইরে নাইক্ষ্যংছড়িতে ১ ও লামায় ১ জনের করোনা পজিটিভ এবং পুরাতন ৪জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর