দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীর পরে এখন শুভেল আলী!

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী। তিনি কয়দিন আগে মারা গেছেন। এবার তার স্থানে বাংলাদেশ সবচাইতে আরো একজন লম্বা মানুষের সন্ধান পেল ।

তার বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে বলে জানা গেছে। সন্ধান পাওয়া যুবক ঐ এলাকার মোঃ ইউনুছ আলীর পুত্র শুভেল আলী। তার উচ্চতা ৮ ফুট বলে জানা গেছে।

তিনিও জিন্নাত আলীর মত রোগে আক্রান্ত তবে দুইজনের নামের পিছনে মিল রয়েছে আলী। মানব কল্যাণ সংস্থার পরিচালক মিজানুর রহমান এ প্রতিবেদকের কছে বিষয়টি জানিয়েছেন ৩১ মে রবিবার সকালে।

শুভেল আলীর পিতা ইউনুছ আলী ও স্থানীয় লোকজন অসুস্থ দেশের এই দীর্ঘ মানব শুভেল আলীর চিকিৎসা ও তার দেখা শোনার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারের সু-দৃষ্টি কামনা করেন।

আরও খবর