চট্টগ্রাম ◑ চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন হল- জয়নুল উদ্দিন (১৮) ও কলিম উল্লাহ (৩৭)।
তারা দুজনেই কক্সবাজার জেলার বাসিন্দা। শনিবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের আজ রবিবার (৩১ মে) আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-