৮ দিন পরে জানা গেল স্বাস্থ্য কর্মকর্তার করোনা পজিটিভ

ইমাম খাইর, কক্সবাজার
স্যাম্পল জমা দেয়ার ৮ দিন পরে জানা গেল
কক্সবাজার সদর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হালিম উল্লাহর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।

গত শনিবার (২৩ মে) তিনি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল জমা দিয়েছিলেন।

৮ দিনের মাথায় আজ শনিবার (৩০ মে) ‘করোনা পজিটিভ’ রিপোর্ট পান। তবে, তিনি সুস্থ রয়েছেন।

মোঃ হালিম উল্লাহ কক্সবাজার সদরের ইসলামপুরের মধ্যম নাপিতখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি লবণশিল্প নগরী ইসলামপুর ইউনিয়নের প্রথম করোনা রোগী।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মোঃ হালিম উল্লাহর সাথে কথা হলে জানান, দুই সপ্তাহ মতো আগে তার সামান্য জ্বর ও কাশি হলে প্রাথমিক চিকিৎসা নেন। ঘরে থেকে করোনাবিধি অনুসরণ করেন। ২৩ মে স্যাম্পল জমা দেন। নিয়মিত ওষুধ সেবন ও নির্দেশনা মেনে চলায় জ্বর ক্রমান্বয়ে কমে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

করোনার সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হতে দোয়া চেয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হালিম উল্লাহ।

সেই সাথে আতঙ্কিত না হয়ে করোনার নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি।

আরও খবর