মুহিববুল্লাহ মুহিব ◑
টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে ইয়াবাসহ আসমত উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আসমত উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৮নং ক্যাম্পে বি-ব্লকের আব্দুল হাফেজের ছেলে।
সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার বিকেলে হোয়াইক্যং-শামলাপুর পাকা রাস্তার মাথা এলাকা থেকে আসমতের হাতে থাকা পলিথিনের ব্যাগে থাকা ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর কো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-