মহিউদ্দিন মাহী :
গত কয়েকদিন ধরে কক্সবাজার জেলায় নোবেল করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা বেশি হলেও শনিবার তা একটু কমেছে।
যদিও কক্সবাজার সদরে উপজেলাতেই বরাবরের মতো সর্বাধিক সংখ্যা থেকেই আছে।
শনিবার (৩০মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুনা ভাবে পজিটিভ হয়েছে ২৬ জন। আর পুরাতন করোনা রোগিদের ফলোআপ হিসেবে পজিটিভ রয়েছে ৩ জন।
তারা ইতিমধ্যে চকরিয়া ডেডিকেটেঢ আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার নতুন করে ২৬ জনের পজিটিভের মধ্যে ২১ জনই সদরের, রুমা উপজেলার ১ জন, চকরিয়ার ১ জন, লোহাগাড়ার ১ জন, বান্দারবানের ১ জন, থানছি উপজেলার ১ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যথলজী বিভাগের প্রধান ডা. রূপস পাল।
তাদের মতে, শনিবার একদিনেই কমেকের ল্যাবে সন্দেহভাজন ১৬৪ নমুনা টেষ্ট করা হয়েছিল। তার মধ্যে নতুন করে ২৬ পজিটিভ এবং ৩ জন ফলোআপ করোনা রোগী রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-