কর্মহীন অসহায় মানুষদের জন্য কক্সবাজারে সেনা বাজার

বলরাম দাশ অনুপম ◑

করোনা ভাইরাসের কারনে কক্সবাজারের র্কমহীন অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং কাঁচা বাজারের চাহিদা পূরণে সেনা বাজার কার্যজক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

রামু সেনানিবাসের সেনা সদস্যদের রেশনের চাউল, আটা, তেল, লবন, ডাল এবং স্থানীয় প্রান্তিক কৃষক হতে সবজী ক্রয় করে পাঁচশো পরবিাররের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব বাজারসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

শনিবার (৩০ মে) সকালে লাবণী পয়েন্টস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে ব্যাতিক্রমধর্মী এই বাজার কার্যিক্রম পরিদর্শন করেন রামু সেনানিবাসের ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী এবং কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে, কর্ণেল (অব:) ফোরকান আহমদ।

এ সময় সেনাবাহিনীর কর্ণেল ফারুক, মেজর তানজিলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর