বলরাম দাশ অনুপম ◑
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত্বর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানার একদল পুলিশ তাদের আটক করে।
আটককৃত ছিনতাইকারীরা হল-শহরের দক্ষিণ বাহারছড়ার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আরমান (২৮), পশ্চিম বাহারছড়ার নুরুল হাকিমের ছেলে মোঃ পারভেজ (৩০) ও একই এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে জুনায়েদ আহমদ।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও মুখোশ উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-