নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে ইয়াবা কিনে পাচার করতে এসেছিলেন তিনি

জাহেদ হাসান ◑


কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশের তল্লাশীতে ১ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

২৮ মে (বৃহস্পতিবার)সকালে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ নির্দেশনায় হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার গামী একটি সিএনজি গাড়ি তল্লাশী করে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জল মিয়া(৩৯) সে ঢাকা নারায়ণগঞ্জের বাসিন্দা।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর