কক্সবাজারে বিপুল পরিমাণে ইয়াবাসহ টেকনাফের দুই মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদরের ঝিলংজা জানারঘোনা এলাকা থেকে ১৮,৭২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

ধৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল মোনাফের ছেলে মো. ইউনুছ (২৮), ও মৌলভী আলী আকবর পাড়ার মৃত মনির আহাম্মদের ছেলে মো. হেলাল উদ্দীন (২৫)।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে প্রায় কোটি টাকা।

২৭ মে (বুধবার) রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবগঠিত র‍্যাব-১৫ কক্সবাজার এর চৌকষ কক্সবাজার সদরের ঝিলংজা জানারঘোনা জয়নাল মাস্টারের বাড়ির সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাদেকর অাটক করা হয়।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিত্তিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর