হোটেল সুগন্ধার মালিক নাগু কোম্পানির ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদরের খুরুশকুলের কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তাকে হাসপাতালে নেয় স্বজনেরা। নাগু কোম্পানি ৪ ছেলে ৩ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানি হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের হোটেল সুগন্ধার মালিক। তিনি ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাকে প্রায় ‘অর্ধমৃত’ অবস্থায় হাসপাতালে নেয়া হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা নেয়া হয়েছে বলে জানান সদর হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী নাগু কোম্পানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুরুশকুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জসিম।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও খবর