টেকনাফে এবার র‍্যাবের দুই সদস্য করোনায় আক্রান্ত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
মাদক পাচার প্রতিরোধ ও নানা অপকর্মে জড়িত সন্ত্রাসীদের দমন করার পাশাপাশি বর্তমান মহামারি করোনার আগ্রাসন জনগনকে রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ র‍্যাব বাহিনীর সদস্যরা।

তারই ধারাবাহিকতায় কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ সদস্যরা পালন করে যাচ্ছে অগ্রণী ভুমিকা।

তথ্য সূত্রে জানা যায়,করোনাভাইরাস থেকে স্থানীয় জনগণকে বাঁচানোর জন্য কাজ করতে গিয়ে র‍্যাব-১৫(সিপিসি-২) টেকনাফ হোয়াইক্যং’এ দায়িত্বরত দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় শনাক্ত হওয়া দুই র‍্যাব সদস্য হচ্ছে, জসিম উদ্দিনের পুত্র এএসআই ওমর ফারুক(২৮), স্বপন মিয়ার পুত্র কনেস্টবল মোঃ মেহেদী হাসান(২৮)।

তারা দুইজনে র‍্যাব-১৫( সিপিসি-২) টেকনাফ হোয়াইক্যং’এ কর্মরত। তাদের দুই জনকেই আইসোলেশন সেন্টার পাঠানোর কার্যক্রম চলছে বলে জানাযায়।

এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার।

আরও খবর