কক্সবাজারে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্বার

মো: রেজাউল করিম,ঈদগাঁও ◑

কক্সবাজার সদরের ঈদগাঁও কালিরছড়া মাছুয়াখালী উত্তর পাড়ার পশ্চিম পাশে স্লুইচগেট খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

২৬মে ভোর ৫ টার দিকে লাশটি দেখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ব্যক্তির নাম আবদুল আজিজ। সে কালিরছড়া বাজারের বাবুল খলিফার ভগ্নিপতি বলে জানা গেছে।

ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুল আলম ইমন সূত্রে এমনটি জানা গেছে। খালে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তির জালে মৃত দেহটি আটকে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের জানানো হলে লাশটি উদ্ধার করে। তার নাম আবদুল আজিজ বলে পরিচয় শনাক্ত করা হয়। সে গেলরাতে খালে মাছ শিকারে গিয়েছিল। নিহত আজিজ ৬ সন্তানের জনক। সাঁতার না জানার কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর