কক্সবাজার জার্নাল ডটকম’র নির্বাহী সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ,
“আত্মশুদ্ধির সাধনা শেষে,এসেছে খুশির ঈদ,
ধনী-গরীবের ভেদাভেদ ভুলে,গাইব সাম্যের গীত”
প্রিয় মাতৃভুমিসহ সারাবিশ্বে করোনার ভয়াবহ সংক্রমনে মানুষ যখন দিশেহারা,ঠিক সেই মুহুর্তে অত্যান্ত ভারাক্রান্ত মনে সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা।

বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রকাশিত সল্প সময়ে বহুল প্রচারিত অনলাইন পোর্টাল “কক্সবাজার জার্নাল” এর সু-প্রিয় পাঠক,সাংবাদিক,বিজ্ঞাপনদাতা ও জার্নাল পরিবাবের সকল সদস্যদেকে জানাচ্ছি ‘ঈদ মোবারক’।

পরিশেষে আসুন সবাই মিলে অতীতের সব ভালো কাজ গুলোকে অক্ষুন্ন রেখে খারাপ কাজ গুলোকে ভুলে গিয়ে সঠিক পথ অনুসরণ করে চলার চেষ্টা করি।

শুভেচ্ছান্তে
সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু
নির্বাহী সম্পাদক
কক্সবাজার জার্নাল ডটকম।

আরও খবর