২ ঘণ্টার ব্যবধানে এমপি নিজাম হাজারীর মা ও ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক ◑ দুই ঘণ্টার ব্যবধানে রোববার ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মা দেলআফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জসিম উদ্দিন হাজারী। এর আগে বুকে ব্যথা অনুভব করলে শনিবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বড় ছেলে জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর শোক সইতে না পেরে ২ ঘণ্টার ব্যবধানে সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দেলআফরোজ বেগম ইন্তেকাল করেন। বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর  দুলাগাজী মিয়া বাড়ির মৃত হেদায়েতুল ইসলামের মেয়ে ও ফেনী শহরের মাস্টারপাড়ার কমিশনার জয়নাল আবেদীনের স্ত্রী।

নিজাম হাজারী এমপির চাচাত ভাই স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন জানান, হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে রাত নয়টায় তাদের দাফন করা হবে।

আরও খবর