কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজারের শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার ঘোষিত নিয়ম ও সামাজিক দুরত্ব মেনে একবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশে চলমান করোনা দূর্যোগের মধ্যে উদযাপিত হবে এবারের ঈদ। তাই সকলের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সম্মানিত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে মসজিদে আসার অনুরোধ জানান।
তিনি বদরমোকাম জামে মসজিদের পক্ষ থেকে জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-