বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজার জেলায় এবার সর্বাধিক টেষ্ট আর সর্বাধিক করোনা পজিটিভের রেকর্ড গড়েছে। একদিনে সর্বাধিক ২৭২ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট করে সর্বাধিক ৪৬ জনের করোনা ‘পজিটিভ’ রিপোর্ট মিলেছে। এদের মধ্যে ৩৯ জন নতুন শনাক্ত ও ৭ জন ফলোআপ রোগী রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ১২ জন, উখিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় দুইজন ও টেকনাফ উপজেলায় দুইজন রয়েছেন। এছাড়াও আছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪ জন ও লোহাগড়া উপজেলার দুইজন।
অপরদিকে ফলোআপ রোগীদের মধ্যে রামু করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন আছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-