সাইফুুুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের প্রায় ১০০০ হাজার পরিবারকে নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার।
২৩ মে (শনিবার) প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে ঘরেবন্দি কর্মহীন হয়ে পড়া ঝিলংজা ইউনিয়নের আওতাধীন,লিংকরোড়, দক্ষিণ মুহুরি পাড়া, উত্তর মুহুরি পাড়া,মোক্তারের ঘোনা, কোনার পাড়া,বিসিক এলাকার নিম্ন আয়ের প্রায় ১০০০ হাজার পরিবারকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে অাছে লাচ্চা সেমাই, সাদা সেমাই, সুস্বাদু দুধ, চিনি, ম্যাগি নুডুসসহ মোট ৭টি আইটেম।
এই ঈদ সামগ্রী বিতরণকালে সহযোগিতায় ছিলেন এলাকার একটি তরুণ স্বেচ্ছাসেবক টীম।
তিনি প্রতিবছরই নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিয়ে থাকেন।
ইউপি সদস্য মো. কুদরত উল্লাহ সিকদার বলেন, আমি প্রতিবছর রমজানে ও ঈদে সাধ্যমতে এলাকার অসহায় ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী দিয়ে থাকি। এবার ঘরেবন্দি কর্মহীন মানুষের মাঝে এসব সামগ্রী বিতরন করেছি।
এছাড়াও চলমান প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে যারা একেবারেই গরিব ও অসহায় তাদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে সরকারী ত্রাণের পাশাপাশি নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী চলমান রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আমার আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-