ইমরান আল মাহমুদ, উখিয়া ◑

নিয়মিত বাজার মনিটরিংয়ে শুক্রবার উখিয়ার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। আইন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করা হয়।
উখিয়া উপজেলার কোর্টবাজার,থাইংখালি বাজার,পালংখালী বাজারে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০ টি দোকানদারকে মোট ১,৪৬,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রজ্ঞাপনে জারি করা সময়ের মধ্যে বেচা-কেনা কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
এসব স্টেশনে আগত জনসাধারণকেও সচেতনতার পরামর্শ প্রদান করেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-