বাইশারীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ১১৫০ পরিবার

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :
করোনা সংকটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১১৫০টি অসহায়, দুস্থ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় বাইশারী ইউনিয়ন পরিষদে উপজেলা নিবার্হী কর্মকতার্র প্রতিনিধি হর্টিকালচারের সহকারী কর্মকতার্ দুলাল কান্তি সেন এর উপস্থিতিতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরনকালে ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন- করোনা দূযোর্গমূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১১৫০টি অসহায়, দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এতে ১০ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি লবন রয়েছে। ইতিমধ্যে বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রায় চার হাজার পরিবারের মাঝে সরকারের বিভিন্ন মানবিক সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় বাইশারী ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহান, ইউপি সদস্য নুরুল আজিম, আব্দুর রহিম, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর